নিজস্ব প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ সংলগ্ন আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারী নামক হোটেল-রোস্তোরায় পঁচা-বাসি মিষ্টি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরণে নলতা হাটখোলার মোবাইল গার্ডেন এর মালিক মোঃ আকরাম হোসেন জানান, তিনি গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে নলতার আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারী থেকে ১৭৫টাকা দিয়ে ৫’শ গ্রাম মিষ্টি কেনেন। কিন্তু মিষ্টিগুলো পঁচা-বাসি ও দূর্গন্ধ হওয়ায় তা খেতে পারেননি। এছাড়াও মোবাইল গার্ডেন এর পাশের দোকানদার গোপাল চন্দ্র একটি মিষ্টি খেয়ে বমি করেছেন বলেও জানান। এছাড়াও ইন্দনগরের মোঃ শহিদুল ইসলাম জনান, তিনিও ২দিন আগে উল্লেখিত ঘোষ ডেয়ারী তেকে ৩৭৫ টাকা দিয়ে দেড়কেজি মিষ্টি কিনে একই রকম বিপদে পড়েছেন। তিনিও মিষ্টিগুলো খেতে পারেননি এবং বিষটি কালিগঞ্জ উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ আব্দুস সোবহানকে জানিয়েছেন। এব্যাপারে ঘোষ ডেয়ারীর মালিক অসিত কুমার ঘোষ জানান, কাউকে বাকি না দিলে বা জিনিষের দাম কম না নিলে তখন এভাবে চক্রান্ত করে। উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ আব্দুস সোবহান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply