নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরার তালার খেশরা ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন সহোদরের হামলায় মোহাম্মদ আজগর আলী (৩৮) নামে একজন মারাত্মক আহত হয়েছে। এসময় তার পকেট থেকে ৩০ হাজার টাকা লুট করে নেওয়া হয়েছে বলেও অভিযোগে জানা গেছে৷ ঘটনাটি ঘটেছে জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাপুর গ্রামে। আহত মোহাম্মদ আজগর আলী ও অভিযুক্ত মো. আবুল হাসেম খাঁ (৪২) একই গ্রামের মৃত জালালদ্দীন খাঁনের দুই ছেলে। অভিযোগে জানা যায়, আহত আজগর আলীর সাথে তার আপন সহোদর আবুল হাসেমের বসতবাড়ি ও জমিজমা সংক্রান্ত বেশকিছু দিন ধরে বিরোধ হয়ে আসছিলো। ৪ সেপ্টেম্বর বিকালে পূর্বপরিকল্পিতভাবে আসামী আবুল হাসেম ধারালো দা হাতে তার বাড়ির টিনের ঘেরাবেড়া ভেঙে দিতে আসলে সে বাঁধা দিলে আসামী একটি ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে তার আরেক সহোদর আবুল হোসেনসহ অনেকে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে আহত আজগর আলী তালা থানায় আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ করেন।এ অভিযোগের ভিত্তিতে খেশরা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এসআই ইকরামুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply