দেবহাটা প্রতিনিধি: জনপ্রিয় টিভি অভিনেতা শাহীন হাসানের দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। প্রতি সপ্তাহে তার দুটি করে ডায়াল্যাইসিস করাতে হচ্ছে। তিন শতাধিক নাটকের জনপ্রিয় এই অভিনেতা যখন টাকার অভাবে চিকিৎসা করাতে হিমসিম খাচ্ছেন, ঠিক তখনই মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাতক্ষীরার কৃতি সন্তান নাট্যনির্মাতা জি.এম সৈকত অসুস্থ এই শিল্পীর পাশে দাঁড়ান। ইতিমধ্যে সৈকতের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর থেকে পঞ্চাশ হাজার টাকার অনুদান শাহীন হাসানকে দেয়া হয়েছে। এছাড়া সৈকতের মাধ্যমে প্রতি মাসে চিকিৎসার জন্য আকিজ ফাউন্ডেশন থেকে অনুদান পাচ্ছেন তিনি। পাশাপাশি অসুস্থ এই শিল্পীর অনুদানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি আবেদনও করেছেন জি এম সৈকত। শাহীন হাসান বলেন, সৈকত ভাই আমার পাশে দাঁড়িয়েছেন। মনে কিছুটা সাহস পাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply