হাসানুর রহমান, নিজস্ব প্রতিনিধি: তালার বালিয়াদহ একতা সংঘ ও মিনিস্টার পাটকেলঘাটা শো-রুম কর্তৃক ১৬ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা শনিবার বিকালে বালিয়াদাহ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মোল্লা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক শেখ সানজিদুল হক ইমন , আল মামুন ইসলাম, প্রভাষক নাজমুল হুসাইন মাহী, মেহেদী হাসান। উক্ত খেলাটি পরিচালনা করেন জাকির হোসেন লাভু।
১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বৈকারী ভোমরা ফুটবল একাদশ ও অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তালার সৈকত ফুটবল একাদশ।
বৈকারী ভোমরা ফুটবল একাদশ ২-০ গোলে তালার সৈকত ফুটবল ফুটবল একাদশ কে হারিয়ে স্বপ্নের ফাইনাল নিশ্চিত করেন।
আগামী ১৬/১২/২০২০ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যার একদিকে থাকবে সাতক্ষীরা ভোমরা ফুটবল একাদশ। অপরদিকে থাকবে পাটকেলঘাটা ফুটবল একাদশ।
ধারাভাষ্য ছিলেন শিক্ষক অলিউর রহমান, নাজমুল হুসাইন মাহী, সবুজ প্রমুখ।
Leave a Reply