নিজস্ব প্রতিনিধি:: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দেবহাটার টিকেটে ঐতিহাসিক বন্ধুমহল আয়োজিত চারদিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিকী কালীপূজা। প্রতিবছরের ন্যায় এবারও কালীপূজা ঘিরে বর্ণিল আয়োজন করেছিলো আয়োজক কমিটি। ১৫ ডিসেম্বর মায়ের পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী এ কালীপূজাটি শুরু হয়। ১৮ ডিসেম্বর শুক্রবার রাতে ঐতিহ্যবাহী কালী পূজার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম। এসময় দেবহাটা উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, কুলিয়া ইউপি সদস্যা শ্যামলী রাণী, ইউপি সদস্য প্রেম কুমার, ভরত চন্দ্র সরকার, অচিন্ত কুমার মন্ডল, ঐতিহ্যবাহী বন্ধু মহলের উপদেষ্টা ভদ্রকান্ত সরকার, সভাপতি অজয় কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সুধাংশ শেখর মন্ডল, সহ-সভাপতি বিকাশ কান্তি হালদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহন লাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক সঞ্জীব মন্ডল, সদস্য দিলীপ মন্ডল, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা সরদার মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply