বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সাতক্ষীরা ৩ আসনের এমপি প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেউটিয়া বাজার জামে মসজিদের নির্মাণ কাজ, গদাইপুর মধ্যম পাড়া বায়তুন নূর জামে মসজিদের কাজ, “দুদক” চেয়ারম্যানের পিতার নামে নির্মিত মৌলুভী আব্দুল লতিফ কলেজের নির্মান কাজ, চেউটিয়া বাজার থেকে খেয়াঘাট পর্যন্ত জরাজীর্ণ রাস্তা পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণাধীন মসজিদের বাকি কাজ সম্পন্ন এবং খেয়া ঘাট থেকে চেউটিয়া বাজার পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ করার জন্য প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক এমপির পক্ষ থেকে অনুদান প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করেন। এছাড়া সন্ধ্যায় গোয়ালডাঙ্গা বাজার পাঞ্জেগানা জামে মসজিদের মুসল্লিদের ওজু করার জন্য একটা ৩ হাজার লিটারের পানির টেংকি প্রদান করেন ও একটা টিআর দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর আগে শ্যামনগর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের প্রধান অফিস সহকারি পারিসামারি গ্রামের প্রদীপ কুমার মণ্ডলের পিতা প্রায়াত উপেন্দ্রনাথ মন্ডল ও মাতা প্রায়াতা ফুল্লারা রানীর আত্মার শান্তি কামনায় ভূরী ভোজে হাজার হাজার লোকের সঙ্গে অংশগ্রহণ করেন। পৃথক পৃথক প্রতিষ্ঠান পরিদর্শনকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম সহ তার সহধর্মিনী, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দ্বীপ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিত কুমার বৈদ্য, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক বি এম আলাউদ্দীন, খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান ও খাজরা ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুল কুদ্দুস, আলহাজ্ব অহিদুল ইসলাম, এডঃ মর্তুজা আলম বুলু, রমজান আলী মোড়লসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply