শাহীন আলম, সদর : সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আকরাম হোসেন এর হস্থক্ষেপে সরকারি জায়গার উপর প্রাচীর নির্মাণ ও গাছ কর্তন বন্ধ হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা সার্কেট হাউস হতে পরানদহা সড়কের সরকারি জমি জবর দখল করে বকচারার মাজেরপাড়া এলাকার আকরাম সরদারের পুত্র আব্দুল মাজেদ সরদার প্রাচীর নির্মাণ করছিলেন। প্রাচীর নির্মাণ কালে সরকারি সম্পত্তিতে থাকা একটি শিশু গাছ যার আনুঃ মূল্য ১০,০০০/- টাকা কর্তন করতে থাকে। সে সময় স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের খবর দেয়। গণমাধ্যমকর্মীরা ঘটনা স্থলে গিয়ে, সত্যতা পায় এবং স্থানীদের কাছে এব্যাপারে জানতে চাইলে তারা জানান, একই এলাকার আবু বক্করের পুত্র আক্তারুজ্জামান সকালে তার লাগানো গাছ বলে কাঁটতে থাকে। আক্তারুজ্জামানে সাথে যোগাযোগ করতে না পেরে তার ভাবীর কাছে গাছ কর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আব্দুল মাজেদ সরদারের পুত্র লিটন হোসেন বলেছেন তোমাদের লাগানো গাছ তোমরা কেটে নাও, আমরা এখানে প্রাচীর নির্মাণ করব। এই প্রতিবেদকরা লিটন হোসেনের কাছে গাছ ও প্রাচীরের বিষয়ে জানাতে চাইলে সে বলে, আমার বাবার জায়গায় আমি প্রাচীর নির্মাণ করব, আমার গাছ আমি কাঁটব, প্রয়োজনে রাস্তা কেঁটে ফেলব কারণ এ রাস্তা আমার বাবার জমির উপর দিয়ে নির্মাণ করা হয়েছে। দেখি আমার কে কি করে, তিনি প্রতিবেদকদের লক্ষ করে আরো বলেন, তোরা এখানে কি করতে এসেছিস, তোদের এখানে কে পাঠিয়েছে। গণমাধ্যম কর্মীরা বিষয়টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আকরাম হোসেনকে জানালে তিনি ঘটনা স্থলে এসে ঘটনার সত্য পেয়ে প্রাচীর নির্মাণ বন্ধ ও গাছ জব্দ করেন।
Leave a Reply