ডেস্ক রিপোট:: সাতক্ষীরার মহা সড়কগুলিতে কি ভাবে অবৈধ যানবাহন ট্রলি,ট্রাক্টর, লরি,নছিমন,করিমন,ভটভটি,ব্যাটারি চালিত ভ্যান সহ ফিটনেসহীন যানবাহন চলে।
এদের তো মহাসড়ক চলার কোন অনুমিত নেই।বিআরটিএ সাতক্ষীরা ও ট্রাফিকপুলিশ কি তাহলে তাঁদের সড়কে চলাচলের অনুমতি দিয়েছে।কি ভাবে দিল।ও সরকারি নিয়ম আছে।তা তো মনে নেই!!!মাসের টাকা,দৈনিক টাকা সহ ধাপ্পাবাজির টাকায় অনুমতিপত্র মিলেছে অলিখিত ভাবে।
এ দিকে পরিবেশ অধিদপ্তর অফিস করেছে সাতক্ষীরায়।এদের কাজ কি?
১৩০ উপরে ইটভাটা সাতক্ষীরায়।যার মধ্যে অনুমতি আছে মাত্র ৩০টির।বাকি ১০০ ইট ভাটা কি ভাবে চলছে!!
ইটভাটা নির্মাণ ও ইট প্রস্তুত আইন কি এদের জন্য প্রযোজ্য না!!
তা ছাড়া সড়ক মহাসড়ক সহ গ্রামীণ রাস্তাঘাট এখন ভাটার মাটিবাহী মরণ যন্ত্রের যন্ত্রনায় অতিষ্ঠ জনসাধারণ। প্রতিদিন এ সব যন্ত্রের দানব থাবায় কত যে প্রাণ হারিয়ে যাচ্ছে এর জবাব কে দেবে!!
Leave a Reply