দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুবলীগ।
বুধবার সন্ধ্যায় ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষে উপজেলা যুবলীগের সভাপতি সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষের নেতৃত্বে পারুলিয়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, কৃষকলীগের সদস্য সচিব নির্মল কুমার মন্ডল, তাঁতী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সহ যুবলীগের প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হোসেন রতনের নামে অপপ্রচারকারী গাজী শহীদুল্যাহ, রাশেদুল ইসলাম, আব্দুল আজিজ ও অহিদুল ইসলামের বিরুদ্ধে ধীক্কার জনক নানা শ্লোগান দিয়ে প্রতিবাদ জানান নেতাকর্মীরা।
পারুলিয়া বাজার প্রদক্ষিন শেষে মিছিলটি শহীদ আবু রায়হান চত্বরে এসে শেষ হয়।
Leave a Reply