মোঃ শাহিনুর রহমান শাহিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
একজন ভালো মানুষ কে ওসি হিসেবে পেয়েছি
ওসি স্যারের কিছু ভালো দিক জানাই
১- পাঁচ অক্ত নামাজ পড়ে।
২- সাধারণ মানুষ কোন সমস্যা নিয়ে গেলে নিজে শুনে এবং খুব দ্রুত সময়ে সমাধান করে।
৩- একজন সরকারি কমকর্তা হয়েও নিজ দ্বায়িত্বের বাইরে গিয়ে জনপ্রতিনিধি মত কাজ করা , যেমন পাটকেলঘাটার রাস্তা মেরামত করা এবং অসহায় মানুষ কে খাদ্য সহ বিভিন্ন বস্তু দিয়ে সহযোগিতা করা।
৪ – এই করোনা কালে সাধারণ মানুষের সাথে এক বারের জন্য খারাপ ব্যাবহার করেনি উনি কিন্তু অনেক বড় বড় অফিসার সাধারণ মানুষের সাথে কি ব্যবহার করছে সেটা তো সবাই যানে।
৫ – কোন মানুষ কে হয়রানি করা বা দুর্নীতি করেনি কখনো।
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই মূলমন্ত্র কে সামনে রেখে শুরু হয়েছিল পুলিশের পথচলা, আমি বিশ্বাস করি এখন পর্যন্ত পুলিশ কিছুটা হলেও সেই অঙ্গীকার রাখতে পেরেছে।
Leave a Reply