ভোমরা (সাতক্ষীরা) প্রতিনিধি: নাটক জীবনের কথা বলে, এ চিরন্তন সত্যকে পাথেয় করে বুধবার (১৮ই আগস্ট ২০২১) সকালে ভোমরা ললিতকলা একাডেমী কার্যালয়ে ‘অন্ধ বিবেক’ নাটকের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ নাটক আত্মপ্রকাশ অনুষ্ঠানে কুমার বিশ্বজিতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ‘অন্ধ বিবেক’ নাটকের নাট্যকার ও রিপোটার্স ক্লাবের সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, ভোমরা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সভাপতি জাহাঙ্গীর হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, নাট্য শিল্পী এম সিরাজ, শহিদুল ইসলাম, তরিকুল ইসলাম মাখন, এম শরিফুল ইসলাম, নাট্য পরিচালক আমিনুর রহমান, নাট্য নির্দেশক সুমঙ্গল ঘোষ, কৌতুক নাট্য শিল্পী প্রভাষ ঢালী, প্রখ্যাত নাট্য শিল্পী এম এ হান্নানসহ সাতক্ষীরার বিভিন্ন নাট্যাঙ্গনের বরেণ্য নাট্যশিল্পীবৃন্দ। বাংলা ১৪২৮ সালের এই সামাজিক বাস্তবধর্মী ‘অন্ধ বিবেক’ নামক নাটকটি সাতক্ষীরার নাট্যাঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলে বরেণ্য নাট্য শিল্পীদের অভিমত। নাটকটির কাহিনীর মধ্যে রয়েছে চলমান আধুনিক সভ্যতার বাস্তব চিত্র। এছাড়াও রয়েছে ঘুনধরা সমাজের বাস্তব ঘটনার অপূর্ব সংলাপ। সুখ-দুঃখ, হাসি-কান্না, রম্য-কৌতুক আর আধুনিকতার ছোঁয়ায় ভরা। এ ‘অন্ধ বিবেক’ নাটকটি সাতক্ষীরার বিভিন্ন নাট্য ক্লাবে সুযশ ও সুখ্যাতির মধ্য দিয়ে মঞ্চস্থ হবে বলে নাট্যশিল্পীরা আশা প্রকাশ করেন। বর্তমানে কপিলমুনি, পাটকেলঘাটা, খুলনা, গোপালগঞ্জসহ বিভিন্ন নাট্য ক্লাবে এ নাটকটির মহড়া চলছে। আসন্ন শারদীয়া দূর্গোৎসব, শ্যামাকালী পূজা, বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে নাটকটি মঞ্চায়নের প্রস্তুতি চলছে।
Leave a Reply