জাকির হোসেন,শার্শা প্রতিনিধি : জাতীয় রাজস্ব বোর্ডের আর্দেশে বেনাপোল কাস্টমস হাউস প্রতি বছরের ন্যায় এ বছরও প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ৮৭০২ পিচ বিভিন্ন বস্ত্র পাঠিয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে বেনাপোল কাস্টমস হাউস থেকে দুটি কাভার্ডভ্যান বোঝাই বস্ত্রগুলো নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে সহকারী রাজস্ব কর্মকর্তা শামিম হোসেন,আবুবক্কর সিদ্দিক,রাসেল কবির সিপাই মিজানুর রহমান ও জুয়েল হোসেন। বস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৬ হাজার ২২৪ পিচ শাড়ী, ১ হাজার ১৭৫ পিচ থ্রিপিস, ৪০০ পিচ ওড়না, ৭৭৩ পিচ চাঁদর, ৪২ পিচ লুঙ্গি ও ৮৮ পিচ কম্বল।
এবিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান জানান, বেনাপোলের বিভিন্ন সীমান্ত থেকে বিভিন্ন চোরাচালান পণ্য আটক করে বিজিবি ও পুলিশ। পরে মালিকবিহীন এসব পণ্য বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়। দীর্ঘদিন যাবৎ এ সমস্ত বস্ত্রের কোন দাবিদার না থাকায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে পাঠানো হয়েছে।
Leave a Reply