শরৎ
মোঃ ইয়ারুল হক
শরৎ তুমি রিমঝিম বৃষ্টিতে সাজো সারাবেলা
শরৎ তুমি বৃষ্টির মাঝে কৃষকের হাসি
শরৎ তুমি দামাল ছেলেদের কাদা মাটি খেলা
শরৎ তুমি সবুজ গাছের প্রাণের দোলা।
শরৎ তুমি সোনালী পাটের আঁশের স্বপ্ন বোনা
শরৎ তুমি জেলেদের মাছ ধরা সারা বেলা
শরৎ তুমি খাল বিল নদীতে মাছের সাথে খেলা
শরৎ তুমি কাশফুলের সাথে বাতাসের দোলা।
শরৎ তুমি রাখালের সাথে ভুই চাষে সারা বেলা
শরৎ তুমি সাগরে রুপালী ইলিশ মাছের মেলা
শরৎ তুমি সবুজ মাঠে কৃষকের হাসি
শরৎ তুমি সবুজ ছায়া ঘেরা বাংলার প্রকৃতি।
শরৎ তুমি গাঁয়ের কাদা মাখা মেঠো পথ
শরৎ তুমি সবুজ ছায়াঢাকা পথে রাখালের বাশির সুর
শরৎ তুমি সোনালী ফসলের স্বপ্নে মসগুল
শরৎ তুমি কৃষ্ঞচুড়ার লাল-সবুজ বাংলার মূখ।
শরৎ তুমি তালের মিষ্টি রসের পিঠার মেলা
শরৎ তুমি কখনো সাদা মেঘের ভেলা
শরৎ তুমি আমড়া-লেবুর মাঝে ভিটামিন করো দান
শরৎ তুমি বাংলাদেশের জন্য অশেষ অবদান।
কৃষি, মৎস্য খাতকে বর্তমান সরকার করেছে সমৃদ্ধ
ভিটামিন আমিষ সহ খাদ্যের উপাদান উপহারে
শরৎ তুমি বাংলার মানুষকে করেছ ধন্য
শরৎ তুমি মানুষের মাঝে যা করেছো দান
শেখ হাসিনা সরকারের স্বপ্নের অবদান
Leave a Reply