জাকির হোসেন,শার্শা প্রতিনিধি: শার্শায় দু:স্থদের মাঝে শাড়ী,ধুতি ও নগদ টাকা বিতরণ করলেন ৩নং বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মফিজুর রহমান।যশোর জেলার শার্শা উপজেলাধীন ৩নং বাহাদুরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সার্বজনীন পূজা মন্দির এবং শাখারীপোতা ৮নং ওয়ার্ডে সার্বজনীন দূর্গামন্দিরে অসহায় ও দু:স্থদের মাঝে শাড়ী,ধুতি ও নগদ টাকা বিতরণ করেন বাহাদুরপুর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক ও আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী বাহাদুরপুর ইউনিয়নের সকলের প্রিয়মূখ মোঃ মফিজুর রহমান মফিজ ভাই। এ ছাড়াও তিনি পূজা মন্ডপ দুটি সংস্করনে মাটি,বালু ও পূজা মন্ডপের উন্নয়ন লাইটিং,ডেকোরেশনে আর্থিক ব্যবস্থা করে দেন এই প্রবীন রাজনীতিবীদ।
মঙ্গলবার(১২ অক্টোবর) সন্ধ্যায় এ দুটি পূজামন্ডপে তিনি নিজ অর্থায়নে এ সকল সাহায্য-সহযোগীতা করেন।তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,”এলাকার সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে এবং আ.লীগ দলের কান্ডারী হয়ে অত্র শার্শা উপজেলার মান্যবর এমপি মহোদয় আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নির্দেশনায় নিরলস কাজ করে যাচ্ছি, আসন্ন ইউপি নির্বাচনে এমপি সাহেব যদি আমাকে প্রার্থী মনোনীত করেন,তাহলে শতভাগ আশা করি এলাকার সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে”।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি- মোঃ সাহিদুল ইসলাম শাহীন সহ ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ। বাহাদুরপুর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি-গোপাল চন্দ্র শীল,সাধারণ সম্পাদক-শ্রী রমেশ, সরকার,বাহাদুরপুর বাওড় সভাপতি ও আ.লীগ নেতা-ইদ্রিস আলী, ঐ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বর- আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ড আ.লীগ সভাপতি-মশিয়ার রহমান, প্রচার সম্পাদক-তরিকুল ইসলাম,ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক-আব্দুর রহমান তিতাস, সিনিয়র সহ সভাপতি-আক্কাচ আলী, শাখারিপোতা সার্বজনীন দূর্গা মন্দির সভাপতি-মংলা দলপতি,সাধারণ সম্পাদক-প্রহাল্লাদ বিশ্বাস, ৮নং ওয়ার্ডের আ.লীগ সাধারণ সম্পাদক-মো: আমির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক-সোনাই শেখ, ৮নংওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক- শামিনুর রহমান, ৮নংওয়ার্ডের কৃষকলীগ সাধারণ সম্পাদক-লিয়াকত আলী।
Leave a Reply