মিছিল ডেস্কঃ
সামাজিক ও রক্তদান সেবায় আমরা, জেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে প্রতিবন্ধী ধর্ষণের শিকার শ্যামনগরের ঈশ্বরদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর আসমা নামের অসহায় মেয়েটাকে দেখতে যাই। তারপর সেই করুন ইতিহাস তাদের কাছ থেকে শুনে । মানুষরুপী একটা জানোয়ার তাকে দীর্ঘ দিন ধরে ধর্ষণ করে । ধর্ষকের বাচ্চা তার গর্ভে । বর্তমানে অপরাধী ৫ মাস জেলে আছে। ঘটনাটি সাতক্ষীরা জেলার সর্ব স্তরের মানুষ জানলে কেউ তার পাশে এসে সেই ভাবে দাঁড়ায়নি। ঠিক সেই সময় অবহেলিত অসহায় ভুক্তভোগী আসমা ও তার পরিবারের পাশে এসে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, “সামাজিক ও রক্তদান সেবায় আমরা”। তাদের উদ্যোগে পরিবার টি খাওয়া দাওয়া খরচ, চিকিৎসা খরচ, ঔষধ খরচ সব বহন করে আসছে। এই সময়ে সার্বিক কার্যক্রম সরজমিনে দেখাশুনা থেকে শুরু করে নিয়মিত খোঁজ খবর নেন “সামাজিক ও রক্তদান সেবায় আমরা” এর উপদেষ্টা সভাপতি ইন্জিনিয়ার মফিজুর রহমান ঢালী। তিনি বলেন আমার সংগঠন বিনাস্বার্থে মানুষের পাশে আছে এবং আজীবন থাকতে চাই।
Leave a Reply