মোস্তাফিজুর রহমান বাবলু
আমরা আবেগ দিয়ে
আল্পনা আঁকি,
আবেগ দিয়ে গাঁথি মালা;
আবেগেই করি ওসব
আসলে সব-মিছে খেলা।
আমরা ইংরেজিতে সাইনবোর্ড লিখি
ইংরেজিতে লিখি রায়,
আমাদের ছোট্ট সোনামণিরা বাংলা পড়েনা
ইংলিশ মিডিয়ামে যায়।
মনে নিয়ে বেদনা
রফিক জব্বার কেঁদো না
বাংলা ভাষা কেঁদো না।
আমরা আবেগ দিয়ে
খালি পাঁয়ে হা্ঁটি,
আবেগ দিয়ে গাই গান;
আবেগেই করি ওসব
আসলে সবাই ধরি ভান।
আমরা স্মার্ট সাজতে বাংলায় মেশাই
ইংরেজি ভাষার শব্দ,
আমরা হিন্দি সিনেমার সংলাপ শিখি
আরো কত ভাষা করি রপ্ত।
আমরা একুশ একুশ করে পথচেয়ে থাকি
ভুলে যাই -বাংলা তারিখ খানা।
বড় সাহস করে লিখলাম আজকে
দিয়েছোতো তোমরাই প্রেরণা।
মনে নিয়ে বেদনা
সালাম বরকত কেঁদো না
বাংলা ভাষা কেঁদো না।
আমরা আবেগ দিয়ে
আল্পনা আঁকি,
আবেগ দিয়ে গাঁথি মালা;
আবেগেই করি ওসব
আসলে সব-মিছে খেলা।
আমরা ইংরেজিতে সাইনবোর্ড লিখি
ইংরেজিতে লিখি রায়,
আমাদের ছোট্ট সোনামণিরা বাংলা পড়েনা
ইংলিশ মিডিয়ামে যায়।
মনে নিয়ে বেদনা
রফিক জব্বার কেঁদো না
বাংলা ভাষা কেঁদো না।
আমরা আবেগ দিয়ে
খালি পাঁয়ে হা্ঁটি,
আবেগ দিয়ে গাই গান;
আবেগেই করি ওসব
আসলে সবাই ধরি ভান।
আমরা স্মার্ট সাজতে বাংলায় মেশাই
ইংরেজি ভাষার শব্দ,
আমরা হিন্দি সিনেমার সংলাপ শিখি
আরো কত ভাষা করি রপ্ত।
আমরা একুশ একুশ করে পথচেয়ে থাকি
ভুলে যাই -বাংলা তারিখ খানা।
বড় সাহস করে লিখলাম আজকে
দিয়েছোতো তোমরাই প্রেরণা।
Leave a Reply