নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার কুখড়ালী দক্ষিণপাড়ার সেলিম হোসেন লাল্টুর স্ত্রী সেলিনা বেগম(৩৫) কে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সেলিম হোসেন লাল্টু বাদী হয়ে একই গ্রামের ওহেদ আলীর ছেলে ইব্রাহিম হোসেন বাবু (৩৫), ফারুক হোসেনের ছেলে মিলন হোসেন (২৫), সৈয়দ আলীর ছেলে আদম আলী (৫৫), ছেলে লুৎফর আলী সহ অজ্ঞাতনামা ২-৩ জনের নামে লিখিত এজাহার করেছেন। এজাহার সূত্রে জানাজায় জমি জায়গার বিষয়ে নিয়ে বিরোধের জের ধরে আসামীরা হাতে লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, বাঁশের লাঠি সহ মারাত্মক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি ভাবে দলবদ্ধ ভাবে ৭ই মার্চ সোমবার বিকাল ৫ ঘটিকায় বাদীর বাড়ির ভিতরে প্রবেশ করে অশ্লীল ভাবী গালিগালাস করে যা বাদীর স্ত্রী সেলিনা বেগম প্রতিবাদ করলে আসামীগন তাকে হত্যার উদ্দেশ্য লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি মাথায় আঘাত করলে তিনি মারাত্মক জখম হয়। সেলিনার স্বামী,বোন ও ছেলে ঠেকাতে গেলে তাদের ও লোহার রড দিয়ে আঘাত করলে তারাও আহত হয়।পরে প্রতিবেশীরা তাদের কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।হাসপাতাল সূত্রে জানা যায় সেলিনার মাথায় মারাত্মক জখমের আঘাত প্রাপ্ত হয়।তার মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। তিনি এখন কিছুটা সুস্থ আছেন বলে জানা গেছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির বলেন এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে মামলা নং ২৬।এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply