নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে গরু দিয়ে ধান খাওয়ানো কে কেন্দ্র করে মারামারিতে একজন আহত হয়েছে। এই ঘটনায় আহতের ভাই বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, রায়হান আলি পিতা দিদার আলি তিনি তার ঘরের জমিতে ধান চাষ করেন। গত ১২/২/২০২২ তারিখ শনিবার বিকাল ৪ঘটিকার সময় রায়হানের ছোট ভাই মোঃ কুতুবউদ্দীন জমিতে গিয়ে দেখে রেজাউল ইসলাম পিতা নুর ইসলাম গাজী তাদের ধান ক্ষেতে গরু বেঁধে ধান খাওয়াচ্ছে। সে গরু ধান ক্ষেত থেকে সরিয়ে নিতে বললে তার কথা না শুনে উল্টো বিবাদী রেজাউল গালিগালাজ দিতে থাকে। কথাকাটাকাটির এক পর্যায়ে রেজাউল ,বিবাদী রেয়াজুল পিতা মৃত জিয়াদ বক্স, নুর ইসলাম পিতা সুবাহান আলি গাজী, মিয়ারাজ পিতা নুর ইসলাম সহ দশ বারো জন কিল, ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে পাঠিয়ে কুতুবউদ্দীনের মাথা ফাটিয়ে দেয় । তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে বিবাদীদের হাত থেকে রক্ষা করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। কুতুবউদ্দীন এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযোগে আরো উল্লেখ আছে ইতিপূর্বে এই বিবাদীরা রায়হানের মৎস্য ঘেরের পাটা কেটে দিয়ে পঞ্চাশ হাজার টাকার ক্ষতিসাধন করে।
Leave a Reply