জিএম শাহেদ আলী নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন, কাঁকশিয়ালী’র ২০২২-২৩ শিক্ষাবর্ষের নব-গঠিত কমিটি গঠন করা হয়েছে। এতে শেখ আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও শেখ নাসিমা ইসলামকে সাধারণ সম্পাদক মনোনিত করে আগামি ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কাঁকশিয়ালী “মুজিববর্ষ” স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন, নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২২” – এর আয়োজন করে।এ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে “বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বাংলাদেশ ও আমাদের প্রত্যাশা” শীর্ষক শিরোনামে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং “শেখ ওমর তৌফিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়।উপজেলার ১২ টি ইউনিয়নকে বায়ান্ন, ছেষট্টি, উনসত্তর ও একাত্তর নামক একাদশে বিভক্ত করে চারটি দল গঠন করা হয়।ফাইনালে বায়ান্ন একাদশ উনসত্তর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।এছাড়াও কালিগঞ্জ উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত ১৫ জন নবীন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকশিয়ালী’র উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম পিএএ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের দপ্তর সম্পাদক, বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক কাঁকশিয়ালী’র সম্মানিত প্রতিষ্ঠাতা কাজী ফারুক হোসেন, জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক(রিপোর্টিং) মুজাহিদ আল মনজুর প্রমুখ।প্রতিষ্ঠাকালীন সভাপতি আনিম ইরতিজা শোভন এবং সাধারণ সম্পাদক শেখ শাহ আলম, সদ্য বিদায়ী কমিটির সভাপতি আরাফাত শায়ান রিয়াজ এবং সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শেখ আব্দুল্লাহ আল মামুনের সুপারিশক্রমে কাঁকশিয়ালী’র প্রতিষ্ঠাতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে শেখ আব্দুল্লাহ আল মামুন এবং শেখ নাসিমা ইসলামকে অনুমোদন দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত শায়ান রিয়াজ।
Leave a Reply