নিজস্ব প্রতিনিধি :বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের প্রযোজনায় রাম প্রসাদের রচনায় এবং মোঃ মুছা করিমের চিত্র নাট্য ও পরিচালনায় নাটক সীমাহীন ভালবাসা’র শুটিং সম্পন্ন।সাতক্ষীরার বিভিন্ন লোকেশনে ধারণকৃত নাটকটি কয়েকদিন শুটিং শেষে বুধবার ১১ই মে নাটকটির শুটিং সম্পন্ন হয়।বন্ধন শিল্পী সংসদের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আপনের সার্বিক ব্যবস্থাপনায়সীমাহীন ভালোবাসা নাটকে অভিনয় করছেন জয়,জান্নাত,ইকবাল,পপি,তরুণ কান্তি সরকার,ডেইজি,মুছা করিম,আপন,ফুল,ধারাভাষ্যকার ইকবাল,রাহুল,শহিদুল,অনুজিৎ মন্ডল প্রমুখ। নাট্য নির্মাতা মুছা করিম বলেন সীমাহীন ভালবাসা নাটকটি পারিবারিক ঘটনার ওপর নির্মিত।সংসার জীবনে ভাই-বোন,স্বামী- স্ত্রী, প্রেমিক প্রেমিকা সহ সকলের বিভিন্ন সমস্যা, সমাধান ও শিক্ষার্থীয় বিষয় নিয়ে নাটকটি নির্মিত।নাটকটি সকলের ভাল লাগবে।আশাকরি খুব শিঘ্রই জাতীয় কোন টিভি চ্যানেলে নাটকটি সম্প্রচার হবে।
Leave a Reply